অর্থ বুঝে কোরআন শিক্ষা:

 
Written By Sanjir Habib On Jan-28th, 2017

অর্থ বুঝে কোরআন শিক্ষা:


ছোট বাচ্চারা কোনো অর্থ না বুঝেই সব কিছু মুখস্ত করে ফেলতে পারে। আল্লাহ তায়ালা তাদের এই ক্ষমতা দিয়ে দেন। তারা যেই ছড়াগুলো বলে কোনোটার অর্থ তারা বুঝে না। শুধু ছন্দ আর কথাগুলো পারে। তাতে ক্ষতি নেই।

কিন্তু বড় হবার পর এইভাবে মুখস্ত করতে পারবেন না। আপনাকে ভাষাটা জানতে হবে। অর্থ বুঝতে হবে। এর পর গল্পের মত মুখস্ত করে ফেলতে পারবেন, ইনশাল্লাহ।


এখন ভাষা শিখার জন্য যদি আরবী শিখতে যান তবে আপনাকে মুখস্ত করতে হবে

“কাইফা হালুকা” = তুমি কেমন আছ?
“আনা বি খাইর” = আমি ভালো আছি।

এইসব।

কিন্তু কথা হলো: মুখস্ত যখন করতেই হচ্ছে, তবে এই সব হাবিজাবি কেন? সরাসরি কোরআন দিয়ে ভাষা শিখলে মুখস্তটা আরো বেশি কাজে লাগবে, ভাষা শিক্ষাও হবে।


কোরআন শরিফের ৩০তম পারার দিকের সুরাগুলো ছন্দ দিয়ে মুখস্ত করে ফেলতে পারবেন। কিন্তু প্রথম দিকের সুরাগুলো যেমন সুরা বাকারা অর্থ না বুঝে মুখস্ত করা বেশ কঠিন হবে।


নিয়ম আগের মত। কোরআন শরিফের যে পৃষ্ঠা মুখস্ত করবেন প্রথমে অর্থটা দেখে নিন। সবগুলো নতুন শব্দ দাগিয়ে তার অর্থ পেন্সিল দিয়ে নিচে লিখে ফেলুন।

সাহায্যের জন্য quran.com এর যে কোনো শব্দের উপর মাউজ নিলে সেটার অর্থ দেখিয়ে দেবে।

বাংলায় “লুগাতুল কোরআন” নামে একটা ছাপানো বই আছে। প্রতিটা সুরার প্রতিটা শব্দের অর্থ দিয়ে। এটা মূলতঃ ইংরেজি বইয়ের অনুবাদ। ইংরেজিটা নেটে PDF আছে।

কিছু পারলে পাশের বাংলা দিয়ে আরবী মিলিয়ে বাকি শব্দগুলোর অর্থ বের করে ফেলতে পারবেন।

এভাবে এগিয়ে যান।

যতই দিন যাবে ততই সহজ হয়ে যাবে কারন অনেক শব্দ এখন আপনার জানা।


কিন্তু ব্যাকরন?
কিছুদূর এগিয়ে গেলে ব্যাকরন গুলো শিখে নিতে হবে। এর জন্যও বই আছে নেটে রিসোর্স আছে। বেসিক কয়েকটা ব্যাকরনের রুল শিখলে দেখবেন মুখস্ত করা অনেক সহজ হয়ে গিয়েছে।

তবে এখানেও প্রথম থেকে সমস্ত ব্যাকরন শিখতে গেলে অনেক সময় লাগবে। মুখস্ত এগুবে না।

আল্লাহ তায়ালা আমাদের চেষ্টাকে কবুল করুন।

#MemorizeQuran

পরবর্তি খন্ড
কতটুকু ভালো মত পড়া শিখতে হবে মুখস্ত করার জন্য?
https://www.facebook.com/habib.dhaka/posts/10154274579783176