হজ্জ কাফেলা প্রসংগ cont/3

 
Written By Sanjir Habib On Jan-25th, 2017

হজ্জ কাফেলা প্রসংগ cont/3


“আপনার লিখা পড়ে আমি চিন্তিত। তাহলে কোন কাফেলার সাথে যাবো?”

হজ্জের দিনগুলোতে মিনাতে থাকতে চাইলে সরকারী ব্যবস্থাপনায় যেতে হবে। বেসরকারীরা মিনাতে তাবু দিতে পারবে না, তা না। কিন্তু তারা এই এক্সট্রা খরচটা করতে চায় না।

প্লাস, সরকারী বাসা হজ্জের আগে পরে এবং হজ্জের সময় একই জায়গায় থাকে। শিফটিং হয় না।


“আমার বাপ-মাকে সংগে নিচ্ছি। সরকারী ভাবে গেলে কে দেখবে? অথচ অমুক ভাই বলেছে তাদের কাফেলার সাথে গেলে তারা সব দেখে শুনে রাখবে।”

সত্য কথা হলো এদেশে নেতাদের যত আধিক্য থাকুক না কেন। হজ্জে গেলে নেতা খুজে পাওয়া যায় না। নেতা-প্রজা নির্বিশেষে প্রত্যেকে, “কে আছে? কে সাহায্য করবে?” করতে থাকে। তাই নিজেরটা নিজেকে দেখতে হয়। সরকারী হোক বা বেসরকারী।

তবে এজেন্টরা আপনাকে আস্বস্ততার বানী শুনাতে পারবে। এগুলো শুধু কথা হলেও এটা এক ধরনের সাপোর্ট। এই সাইকোলোজিক্যল সাপোর্ট যদি আপনার প্রয়োজন আছে মনে করেন তবে এজেন্টদের দিয়ে গেলেই ভালো হবে।


“যদি বেসরকারী ভাবে যাই তবে কোনটায় গেলে ভালো হবে?”

এ ক্ষেত্রে আমার উপদেশ হবে বড় এজেন্টগুলোকে ধরা। যারা ৫০০-৬০০ এর উপরে লোক নেয়। এবং ১৫-২০ বছর ধরে আছে এমন। এরা আপনার পেছনে ঘুরবে না। আপনাকে এদের পেছনে ঘুরতে হবে।

বাজারে গিয়ে দেখবেন, যে কম দামে ভালো মাল বিক্রি করে তার দোকানে মানুষ লাইন ধরে থাকে। বাকি যারা আছে তারা কাস্টমারদের ডাকে।

#HabibHajj