হজ্জ: ১ গত বছর হজ্জের জন্য এপ্লাই করেছিলো ১৪০ হাজার। গিয়েছিলো ১০০ হাজার। বাকি

 
Written By Sanjir Habib On Dec-31st, 2016

হজ্জ:

গত বছর হজ্জের জন্য এপ্লাই করেছিলো ১৪০ হাজার। গিয়েছিলো ১০০ হাজার। বাকি ৪০ হাজার টাকা জমা দিয়েছে কিন্তু যেতে পারে নি। তাদের এই বছর নেয়া হবে।

এই বছর তাদের নিয়ে গেলে কোটা থেকে ৪০ হাজার কমে যাবে। এবং যদি ১৪০ হাজার এই বছরও এপ্লাই করে তাদের মাঝে প্রতি ২ জনে এক জন যেতে পারবে।


এর সমাধান এজেন্সির কাছে “আগে আগে টাকা জমা দেয়া” না। কারন গত বছরের ৪০ হাজারও কিন্তু আগে টাকা জমা দিয়েছিলো, যেতে পারে নি। তাই টাকা জমা দিয়ে এজেন্সির কাছে এক বছরের জন্য আটকে যাওয়ার মানে নেই।


“তাহলে সমাধান কি?”

জানা নেই। wait and see. হোমরা চোমড়া কেউ হলে এজেন্সি আটকাবে না। তাকে এই বছরই পাঠাবে। কিন্তু আমার-আপনার মত সোজা-সাপ্টা হলে আমরা আগে টাকা জমা দেই বা পরে দেই, সিরিয়ালে আমাদেরটা সব সময় পিছনে থাকবে।

বরং সব কিছু ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করা ভালো পরিস্থিতি কোন দিকে যায়।

My thoughts.

#HabibHajj