কোরবানীর ব্যপারে হাম্বলী/সালাফী মাজহাবের সাথে হানাফি মাজহাবের কিছু পার্থক্য।

 
Written By Sanjir Habib On Sep-4th, 2016

কোরবানীর ব্যপারে হাম্বলী/সালাফী মাজহাবের সাথে হানাফি মাজহাবের কিছু পার্থক্য।

হাম্বলি/সালাফি মাজহাব বলতে সৌদি আলেমগন যে মাজহাব অনুসরন করেন সেটা বুঝাচ্ছি। এদেশের আহলে হাদিসদের মতও প্রায় সব ক্ষেত্রেই এক।

এটা দিচ্ছি কারন আমাকে প্রায়ই প্রশ্ন করা হয় “আমরা এরকম করি এটা নাকি ঠিক না?” তখন আমাকে ব্যখ্যা করতে হয় এই মাজহাবে এই নিয়ম ঐ মাজহাবে ঐ নিয়ম। যে যারটা অনুসরন করবে।

কোরবানীর ব্যপারে দুটো পার্থক্য আমার নজরে পড়েছে:


হাম্বলি মাজহাবে কোরবানী সুন্নাহ। শাফেয়ি মাজহাবেও সুন্নাহ। তবে হানাফি মাজহাবে ওয়াজিব।


হাম্বলি/সালাফি আলেমদের একটা বড় অংশের ফতোয়া হলো এক পরিবারে এক পশু কোরবানী দিতে হবে। এটা উট হোক বা ছাগল। এখানে সাত ভাগ, সাত নাম এসব করা যাবে না। পুরো পরিবারের তরফ থেকে এক কোরবানী।

আর হানাফি মাজহাবে যার নিসাব পরিমান সম্পদ আছে তাদের সবাইকে আলাদা আলাদা নামে ভাগ বা পশু কোরবানী দিতে হবে।

#HabibDiff