হজ্জের টিপস - ৩ হজ্জের সময়ের দুর্ঘটনা এবং মৃত্যুর অধিকাংশ হয় পাথর মারা সময়। "হজ্জে

 
Written By Sanjir Habib On Aug-18th, 2016

হজ্জের টিপস - ৩

হজ্জের সময়ের দুর্ঘটনা এবং মৃত্যুর অধিকাংশ হয় পাথর মারা সময়। “হজ্জে এসে মরলে শহিদ হবো” এই এটিচিউডটা একার জন্য ঠিক আছে। তবে মহিলা-বৌ-বাচ্চা নিযে গেলে এর দেখভাল করার দায়িত্ব আপনার। দুর্ঘটনায় পড়ে আপনার দায়িত্বের কেউ আহত বা নিহত হলে এবং আপনি বেচে গেলে, সারা জীবন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। দেখা বিষয়।

তাই,
পাথর মারার জন্য একবার রওনা দিলে আর ফিরের আসার, বা অপেক্ষা করার উপায় নেই। আপনাকে হেটে যেতে হবে স্রোতের সাথে। স্রোতের সামনে যদি মানুষ মারা যেতে থাকে তবে আপনিও সবাইকে নিয়ে সেখানে পৌছে যাবে। আগে থেকে বুঝে রাস্তা বদলানোর উপায় নেই।

তাই কোন সময় বের হবেন এটা খুব সিরিয়াস ইসু।

আমার টিপস:
প্রথম দিন পাথর মারার জন্য: নিজে একা হলে জোহরের পরে যান। মহিলা-বৃদ্ধ থাকলে সবাইকে নিয়ে ইশার পরে যান।

শেষ দিন পাথর মারার জন্য: বিকাল ৩ টার পরে যান।

সবচেয়ে বিপদজনক সময়:
প্রথম দিন: সকাল ৮টার দিকে।
শেষ দিন: দুপুর ১২টার দিকে।

প্রথম আর শেষ দিন ব্যতিত অন্যান্য দিন তেমন কোনো বিপদ থাকে না, আল্লাহর রহমতে।