কয়েকদিন ধরে পড়ছি এক বান্দার উক্তি: "সুরা আল বাকারার প্রথম চারটি রুকু গোটা কোরআনের

 
Written By Sanjir Habib On Oct-29th, 2014

কয়েকদিন ধরে পড়ছি এক বান্দার উক্তি: “সুরা আল বাকারার প্রথম চারটি রুকু গোটা কোরআনের শুরুতে দেয়া খুব জরুরী ছিল”

আরেক বান্দার কনক্লুশন: খোদার উপর খোদগারি! কাফির।

বললাম: সুরা বাকারা প্রথম চার রুকু? কোরআন শরিফের প্রথমেই তো আছে! ঘটনাটা কি?

পড়ে দেখলাম উনি লিখেছেন এই অর্থে: এত গুরুত্বপূর্ন কথা প্রথমেই বলা উচিৎ এবং আল্লাহ তায়ালা বলেছেনও প্রথমে।

আরেকবার চেষ্টা করতে হবে ভাইজান। এইবার গোল হয়নি।