"মেহমানের" স্বপ্ন: কাজী ইব্রাহীম

 


যে ভিডিওর প্রসংগে নিচের পোষ্ট বলছি, সেই ভিডিওটা প্লে হবে নিচে ক্লিক করলে। স্কিপ করে ঐ পয়েন্ট থেকে প্লে হবে নিজে নিজে। এই ওয়াজটা ২০২০ সালের মার্চের ভিডিও। এখন থেকে ১ বছর আগের। মানে আমার এই পোষ্টেরও এক বছর আগের।

https://www.youtube.com/watch?v=dELq-vStR1g&t=1440s

ব্যাসিক্যালি কাজী সাহেব বলছেন, উনার স্বপ্ন গ্রুপ একটা জরুরি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে বলছেন :

বাংলাদেশে মেহমান


স্বপ্নে বলছে : "সরকারকে বলো বাংলাদেশে মেহমান আসলে সরকার যেন বাংলাদেশের আলেম "বক্তা" গ্রুপের [মানে ওয়ায়েজদের] সাথে পরামর্শ করে নেয়। মেহমান আসবে নাকি আসবে না। আলেমরা যা বলে সে মতে যেন অনুমতি দেয়। তাতে সরকারেরই উপরকার হবে।"

ওয়ায়েজদের জন্য কথা


স্বপ্নে আরো বলেছে, আর আলেমদেরকে বলো : "তারা যেন মাঠে বেশি চিল্লা পাল্লা না করে। কারন চিল্লা পাল্লা করে কিছ করতে পারবে না। বরং শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করে। এটা বেশি করে করে।"

এর পর "মেহমান" আসলেন


২০২০ সালে এই কথা বলার একবছর পরে। ২০২১ সালের মার্চ মাসে। দেশে এক মেহমান মানে মোদি জি আসলেন। সরকার "বক্তা গ্রুপের" সাথে পারামর্শ করলো না। এর পর যা হবার হচ্ছে।

শর্ত পূর্ন হয় নি। এর পর কি?