এরকম চলছে বহু বার ধরে। প্রায় ১০-২০ বার বিজ্ঞানিরা গননা করেছে।
লিংক
https://www.sciencedaily.com/releases/2020/12/201211083113.htm
এই সাইকেলের দৈর্ঘ হলো ২৭.৫ মিলিয়ন বছর।
নম্বরটা পরিচিত। আমাদের "...১ হুকবা জাহান্নামে জ্বলবে..."।
যেখানে ৮০ বছরে এক হুকবা। ৩৬০ দিনে এক বছর। আর প্রতি দিন ১০০০ বছরের সমান।
গুন করে ২৮.৮ মিলিয়ন বছর হলো। বাংলায় যেটা ২ কোটি ৮৮ লক্ষ বছর হিসাবে পরিচিত।
এক হুকবা = পৃথিবীর একটা সাইকেল। একটা পরিমাপ।
আগে হিসাব করেছিলাম মহাবিশ্বের বয়স ঠিক ৪০ হাজার বছর। যেখানে ১ দিন হাজার বছরের সমান।
সে হিসাবে মহাকাবিশ্বের বয়স ঠিক ৫০০ হুকবা। বিং ব্যাংগ থেকে নিয়ে এখন।