ছবিতে এখান থেকে যে কোনো শহরে এখন দিন না রাত সেটা বুঝার পাশা পাশি কোন শহরে কয়টা

 
Written By Sanjir Habib On Nov-13th, 2017

ছবিতে

এখান থেকে যে কোনো শহরে এখন দিন না রাত সেটা বুঝার পাশা পাশি কোন শহরে কয়টা বাজে সেটাও বুঝা যায়।

আলো হলো দিন। কালো রাত। মাঝের ছায়া মাগরিব-ইশা ও ফজর-সূর্যোদয় এর মাঝে।

সূর্য ডান থেকে বামে যায়। ২৪ ঘন্টায় পুরো গ্লোব অতিক্রম করে। ছবিতে ছোট ছোট দাগ দিয়ে ২৪ টা ভাগ করা আছে। এটাকে স্কেল ধরে সূর্য থেকে কোনো শহরের দূরত্ব কত মেপে ঐ শহরে এখন কতটা বাজে বের করা যাবে। সংগে দিন নাকি রাত সেটাও। সূর্য শহরের উপরে থাকলে সেখানে দুপুর ১২ টা।

যেমন এই ছবি থেকে বুঝা যাচ্ছে এখন ঢাকাতে বিকাল ৩ টা, মক্কা-মদিনায় ১২ টা। নিউ ইয়র্কে ফজর হতে আরো ঘন্টা খানেক বাকি।