Geek দের জন্য: এই ছবির বাম প্রান্ত আর ডান প্রান্ত মিলানো। মানে পৃথিবী গোল হয়ে ঘুরে

 
Written By Sanjir Habib On Nov-12th, 2017

Geek দের জন্য:

এই ছবির বাম প্রান্ত আর ডান প্রান্ত মিলানো। মানে পৃথিবী গোল হয়ে ঘুরে এসেছে।

ছবিতে চাদ-সূর্য এবং আকাশের সব কিছু ডান থেকে বাম দিকে যেতে থাকে। মানে পূর্ব থেকে পশ্চিমে। এভাবে ২৪ ঘন্টায় একবার ঘুরে আসে।

এর সাথে সাথে চাদ সূর্যের তুলনায় আস্তে আস্তে ডান দিকে যেতে থাকে। ৩০ দিনে একবার ঘুরে আসে।

চাদ যখন সূর্য বরাবর হয় তখন আমাবস্যা। সূর্য পার হয়ে ডান দিকে গেলে নতুন চাদ দেখা যায়, সময় মত।

ছবিতে দেখা যাচ্ছে চাদ বাম দিক থেকে এসে প্রায় সূর্যকে ধরে ফেলছে, মানে আমরা আরবি মাসের শেষের দিকে। গ্লোবের width যতটুকু তার চার ভাগের ১ ভাগ ডিসটেনস বাকি আছে চাদ সূর্যকে ধরতে। মানে মাস শেষ হতে ১ সপ্তাহ বাকি। আরবি ২১-২২ তরিখের দিকে।

এতটুকু আজকে। এর পরের বার সময় পেলে আরো কিছু হিন্টস দেবো ইনশাল্লাহ।