তিন ধরনের সময় আমরা ব্যবহার করি:

 
Written By Sanjir Habib On Oct-30th, 2017

তিন ধরনের সময় আমরা ব্যবহার করি:


- স্ট্যন্ডার্ড টাইম : আমাদের ঘড়ির সময়। সবার ঘড়ি-মোবাইলে যে সময় দেখায়।


“সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, নাকি পৃথিবী সূর্যের চারি দিকে?”

দুটোই ঠিক। উত্তর নির্ভর করে কেন্দ্র কোথায় ধরা হচ্ছে তার উপর। কেন্দ্র তিন জায়গায় ধরার প্রচলন আছে। বিভিন্ন হিসাবের সার্থে।

নামাজের সময় হিসাবের সময় আমরা আরম্ভ করি সূর্যের কেন্দ্র থেকে, সেখান থেকে হিসাব আসে পৃথিবীর কেন্দ্রে। শেষে শহর বা এলাকার হিসাব দিয়ে শেষ করা হয়।