দোয়া: اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ،

 
Written By Sanjir Habib On Sep-29th, 2017

দোয়া:
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ،
وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ،
وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ،
وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ،
وَقِنِي شَرَّمَا قْضَيْتَ،
فَإِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ
إِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ،
تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ

হে আল্লাহ!
আমাকে পথ দেখান, তাদের সাথে যাদের পথ দেখিয়েছেন।
মাফ করেন, তাদের সাথে যাদের মাফ করেছেন।
আপনার বন্ধু করেন, তাদের সাথে যাদের বন্ধু করেছেন।
বরকত দিন, যা আপনি দিয়েছেন তাতে।
আমাকে বাচান বিপদ থেকে, যা আপনি ঠিক করে রেখেছে।
আপনি ঠিক করেন কি হবে, আপনার উপর কেউ ঠিক করে না।
সে পথ ভ্রষ্ট হয় না, যাকে আপনি বন্ধু করেছেন।
আপনি বরকতময় আমাদের রব! আপনি সবার উপরে।


বিতিরের নামাজের কুনুতে পড়ার জন্য দোয় এটা যা হাদিস এসেছে।
নাসায়ি, আবু দাউদ, ইবনে মাযা, তিরমিযি।

উচ্চারন নিচে ইউটুবের লিংকে। সেখানে দোয়াটা আরো লম্বা আছে। পরের অংশগুলো আমি এই হাদিসগুলোতে পাই নি। পরে পেলে পরে শিখা যাবে ইনশাল্লাহ। আপাতত এতটুকু।