গল্প অনুবাদ:
শীতের রাত।
রাজা প্রাসাদে ঢুকতে গিয়ে দেখে বাইরে এক বৃদ্ধ প্রহরী দাড়িয়ে।
পাতলা কাপড়ে।
রাজা তারা কাছে যায়,
: তোমার শীত লাগে না?
: লাগে। কিন্তু আমার গরম কাপড় নেই। সহ্য করে যাই।
: আমি প্রাসাদে ঢুকে কোনো চাকরকে দিয়ে গরম কাপড় পাঠিয়ে দেবো।
প্রহরী খুব খুশি।
ভেতরে গিয়ে রাজা ভুলে যায়।
সকালে দেখা যায় প্রহরী শীতে মরে পড়ে আছে।
পাশে একটা কাগজে কাপা হাতে লিখা,
: মালিক। এতদিন প্রতি রাতে আমি শক্তি দিয়ে শীত ঠেকিয়ে এসেছি। কিন্তু আপনার গরম কাপড়ের ওয়াদা আমার শক্তিকে কেড়ে নিয়ে আমাকে হত্যা করেছে।
শিক্ষা: অন্যকে দেয়া আপনার ওয়াদা তারা কাছে আপনার ধারনা থেকে বেশি দামি। ওয়াদা ভঙ্গ করবেন না। আপনি জানতে পারবেন না কি ভেঙ্গেছেন।
#HabibTranslation