দোয়া : মুসিবতে পড়লে।

 
Written By Sanjir Habib On Feb-19th, 2017

দোয়া : মুসিবতে পড়লে।

সরকারের জুলুম চলছে অনেক দিন। পরিচিত অনেকে ফাদে পড়ে জেলে।
অর্থনীতিতে মন্দা চলছে অনেকদিন। চাকরি ছাড়া অনেকে কষ্টে।
আইনের শাসন নেই অনেক দিন। জালেমের ভয়ে আতংকে রাত কাটাচ্ছে।

সবার জন্য এই দোয়াটা।
যাকে আল্লাহ তায়ালা যতটুকু তৌফিক দেবে সে ইনশাল্লাহ ততটুকু পড়বে।


হাদিস:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
যে দুঃখ বিপদে পড়বে সে এই দোয়া পড়লে আল্লাহ তায়ালা তার বিপদকে দূর করে দেবেন এবং সেটা উল্টিয়ে তাকে আনন্দিত করে দেবেন।

সাহাবা কিরামগন জিজ্ঞাসা করলেন
: আমরা কি এই দোয়া মুখস্ত করবো?

উনি ﷺ জবাব দিলেন,
: হ্যা, যে এটা শুনে তার উচিৎ দোয়াটা মুখস্ত করে নেয়া।

দোয়াটা:

اللِّهُمَّ إنِّي عَبْدُكَ ، ابْنُ عَبْدِكَ ، ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ ، مَاضِ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أنْزَلْتَهُ فِي كِتَاَبِكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ، وَ نُورَ صَدْرِي ، وَ جَلاءَ حُزْنِي ، وَ ذَهَابَ هَمِّي

হে আল্লাহ!
আমি আপনার গোলাম,
আমার আব্বা আপনার গোলাম, আমি উনার সন্তান,
আমার আম্মা আপনার গোলাম, আমি উনার সন্তান।

আপনি আমার মাথার চুল ধরে আছেন,
আপনার হুকুমেই আমার জীবন,
আপনার বিচারই ন্যয় বিচার।

আপনার কাছে চাইছি আপনার প্রতিটা নাম দিয়ে,
যে নাম আপনি নিজে নিজেকে দিয়েছেন,
যে নাম আপনি কিতাবে নাজিল করেছেন,
যে নাম আপনার যে কোনো সৃষ্টিকে জানিয়েছেন,
যে নাম আপনি একান্ত নিজের কাছে গায়বের ইলমে রেখেছেন।

কুরআনকে আমার অন্তরের ঝর্না করেন,
হৃদয়ের নূর করেন,
আমার কষ্টকে সরিয়ে দেন,
আমার দুঃখকে দূর করেন।।


মসনদে আহমদ এবং আরো অনেক কিতাবে হাদিসটি এসেছে।
আলবানীর মতে এটা সহি।

আরবী বর্ননা এখানে,
<http://library.islamweb.net/hadith/display_hbook.php? hflag=1&bk_no=891&pid=327908>

ইংরেজি অনুবাদ,
<http://dailyhadith.abuaminaelias.com/2011/12/05/hadith-of-supplication-whoever- says-this-allah-will-replace-his-affliction-with-happiness/>

যারা আরবী পড়তে পারেন না, তারা উচ্চারন এখানে পাবেন,
https://habibur.com/other/article/id.0fd084f9-2162-4f99-b08d-3d6b21e9cb94/

#HabibDua