[ এটা নিচের স্টেটাসের অনুবাদ ]

 
Written By Sanjir Habib On Jan-22nd, 2017

[ এটা নিচের স্টেটাসের অনুবাদ ]
https://www.facebook.com/qsas.3br/posts/768359463311745

ইমাম শাফির কাছে একজন বড় শায়েখ আসলেন। এবং জিজ্ঞাসা করলেন,
: আল্লাহর দ্বীনের দলিল আর প্রমান কি?

উনি জাবাব দিলেন,
: কিতাবুল্লাহ।
: আর?
: রাসুলু্ল্লাহ ﷺ এর সুন্নাহ।
: আর?
: ইমামদের ঐক্যমত
: ইমামদের ঐক্যমতের কথা কোথা থেকে বললেন?

ইমাম শাফি চুপ করে রইলেন।

শায়েখ বললেন,
: আমি আপনাকে তিন দিন সময় দিলাম।

ইমাম শাফি বাসায় গেলেন এবং সময়টা পড়ে খুজতে লাগলেন।
তিন দিন পর ঐ শায়েখ ইমাম শাফির মজলিশে আসলেন এবং সালাম দিয়ে বসলেন।

ইমাম শাফি বললেন,
: আমি রাত দিন কোরআন শরিফ পড়েছি, তিন বার। যতক্ষন না আল্লাহ তায়ালা আমাকে উনার এই কালাম দেখিয়ে দিয়েছেন

যে কেউ রসূলের বিরুদ্ধাচারণ করে,
তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর
এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে,
আমি তাকে ঐ দিকেই ফেরাব যে দিক সে অবলম্বন করেছে
এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব।
আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান। [ সুরা নিসা ৪:১১৫ ]

এর পর বললেন,
: তাই যে কেউ উলামাদের ঐক্যমতের বিরোধিতা করবে সহি দলিল ছাড়া তাকে আল্লাহ তায়ালা আগুনে প্রবেশ করাবেন। এবং এটা নিকৃষ্ট গন্তব্য।

[ আরবীটা সহজ ছিলো বলে অনুবাদ করেছি, no implied meaning ]

#HabibTranslation