সূর্যোদয়ের কতক্ষন পরে ইশরাক-চাশত পড়া যাবে?

 
Written By Sanjir Habib On Jan-12th, 2017

সূর্যোদয়ের কতক্ষন পরে ইশরাক-চাশত পড়া যাবে?

এর উত্তরে সবচেয়ে কম সময় যেটা পেয়েছি, সেটা হলো islamqa এ। ১২ মিনিট।

আমি নিজে চেক করে দেখেছি ১৫ মিনিট পরে রশ্মি ছড়িয়ে পড়ে। নামাজ পড়া যাবে।

প্রচলিত মত হলো ২৩ মিনিট। তবে মাসিক মদিনার ফতোয়ায় লিখেছিলো এর আগেই রশ্মি ছড়িয়ে পড়ে, উনারাও চেক করে দেখেছেন। এবং তখনো ১৫ মিনিটের কথা বলেছিলেন।


সূর্য যখন উঠতে থাকে তখন এটা লাল গোলকের মত থাকে। কোনো রশ্মি নেই। এর পর একটু উপরে উঠলে এর রশ্মি ছড়িয়ে পড়ে। তখন পড়া যায়।

কিন্তু এর মাপ কি?
হাদিসে আছে একটা বর্শা পরিমান উপর উঠার পর।

তবে একটা বর্শা মাটি থেকে ধরলে সূর্য এর মাথা কখন টাচ করবে, সেটা নির্ভর করে দর্শক আর বর্শার মাঝের দূরত্বের উপর। বর্শাটা দূরে ধরলে তাড়াতাড়ি বর্শা পরিমান উঠে যাবে, কাছে ধরলে দেরিতে। দূরত্বটা হয়তো কোনো তফসিরে লিখে আছে। আমার জানা নেই।


তবে রাসুলুল্লাহ ﷺ হাদিসে সরাসরি নিষেধ করেছেন নামাজ পড়তে ঐ সময়ে যখন সূর্যের এক প্রান্ত প্রথম দিগন্ত থেকে দেখা যায় – সে সময় থেকে যতক্ষন না সূর্য সম্পূর্ন উঠে যায় ততক্ষন পর্যন্ত।

দিগন্ত ক্রস করতে সূর্যের সোয়া দুই মিনিট লাগে। এটাই নামাজের মূল নিষিদ্ধ সময়।

বাকিটা মাকরুহ, সাবধানতা।