মুসলিমা বিন আব্দুল মালিক একবার এক মুসলিম সেনাবাহিনীর সেনাপতি হয়ে রোমানদের

 
Written By Sanjir Habib On Mar-15th, 2016

মুসলিমা বিন আব্দুল মালিক একবার এক মুসলিম সেনাবাহিনীর সেনাপতি হয়ে রোমানদের এক দুর্গ ঘেরাও করেন। কিন্তু দুর্গটা মুসলিমদের জন্য দুর্ভেদ্য হয় উঠে। এর দেয়ালগুলো ছিলো উচু, আর গেটগুলো বন্ধ।

ভিতরে ছিলো প্রচুর রোমান সেনা যারা উচু জায়গাগুলো থেকে মুসলিমদের উপর তীর ছুড়ে মারে। মুসলিমরা একপর্যায়ে কাহিল হয়ে যায়।

রাতের বেলা আল্লাহ তায়ালা এক মুসলিম সেনার অন্তরে চমৎকার একটা এলহাম দিয়ে দেন। সে রাতেবেলা একা একা দুর্গের দরজার কাছে যায়, এবং গোপনে একটা গর্ত করতে থাকে যতক্ষন না একটা সুরঙ্গ তৈরি হয়। এর পর সে ফিরে আসে কাউকে না জানিয়ে।

পর দিন সকালে মুসলিম সেনাদল অন্যদিনের মত যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। ঐ লোক একা গিয়ে ঐ সুরঙ্গ দিয়ে ঢুকে দরজা খুলে দেয়। মুসলিম সেনারা দরজা দিয়ে ঢুকা আরম্ভ করে এবং দেয়াল বেয়েও উপরে উঠা আরম্ভ করে। এর অল্প কিছু পরেই রোমান সেনারা দেয়ালের উপর থেকে আর দুর্গের ভেতর মুসলিমদের তকবিরের ধ্বনি শুনতে পায়। মুসলিমরা বিজয় লাভ করে।

যুদ্ধ শেষে মুসলিমা বিন আব্দুল মালেক সমস্ত যোদ্ধাদের একত্রিত করে এবং ঘোষনা দেয়, “দুর্গের দরজায় সুরঙ্গ কে তৈরি করেছিলো? সামনে আস। আমি তাকে সন্তুস্ট করে দেবো।”

কেউ এগিয়ে আসলো না।

সে দ্বিতীয়বার ঘোষনা দিল, “কে সুড়ঙ্গ তৈরি করেছিলো বেরিয়ে আসো।”

কেউ আসলো না।

দ্বিতীয় দিন সে একই ঘোষনা দিল যেটা আগের দিন দিয়েছিলো।

কেউ আসলো না।

তৃতীয় দিন সে দাড়িয়ে ঘোষনা দিলো, “আমি কছম দিয়ে বলছি, যে সুড়ঙ্গ তৈরি করেছিলো সে যেন আমার কাছে আসে যখনই সে চায়, রাতে হোক বা দিনে।”

রাতে যখন সেনাপতি তার তাবুতে বসে ছিলো, মুখ ঢাকা এক লোক তার তাবুতে ঢুকলো।

মুসলিমা তাকে জিজ্ঞাসা করলো, “তুমি কি সুড়ঙ্গ তৈরি কারি?”

সে বললো, “সুড়ঙ্গকারি চায় তার আমিরের কসম সে পূর্ন করবে। কিন্তু তাকে খুজে পাবার আগে তার তিনটি শর্ত আছে।”

মুসলিমা বললো, “শর্তগুলো কি?”

লোকটা বললো, “শর্তগুলো হলো, তার নাম জিজ্ঞাসা করতে পারবেন না, তার চেহারা খুলতে বলতে পারবেন না এবং তাকে কোনো পুরস্কার নিতে বলতে পারবেন না।”

মুসলিমা বললো, “কথা দেয়া হলো।”

লোকটি বললো, “আমি হলাম সুড়ঙ্গ তৈরিকারী”

এটা বলেই সে চলে গেলো, এবং তাবুগুলো মাঝ দিয়ে দ্রুত হেটে সেনাবাহিনীদের মাঝে হারিয়ে গেলো।

إنْ لم يكن للهِ فعلك خالصًا فكلُّ بناءٍ قد بنيْتَ خرابُ.

যদি তুমি খালেছ অল্লাহ জন্য করতে না পরো,
তাহলে তোমার তৈরি সব ঘরই হবে খারাপ ঘর।

মুসলিমা এর পর সিজদায় বলতো

اللهم احشرني مع صاحب النقب ، اللهم احشرني مع صاحب النقب

আল্লাহ! আমার হাশর সেই সুড়ঙ্গকারীর সাথে করো,
আল্লাহ! আমার হাশর সেই সুড়ঙ্গকারীর সাথে করো।

(অনুবাদ করা হয়েছে এখান থেকে)
https://www.facebook.com/362699180418442/photos/a.362702487084778.83853.362699180418442/1061219150566438/

#HabibTranslation