একজন আলেম ও রাজা : আল বিদায়া থেকে গল্প

 
Written By Sanjir Habib On Feb-12th, 2016

একজন আলেম:

ওয়াহব বলেন: সমকালের শ্রেষ্ঠতম এক ব্যক্তি এমন এক রাজার নিকট গমন করেন, যিনি শুকরের গোশত ভক্ষণে বাধ্য করে দেশের জনগণকে ভ্রান্ত ও কুফরের দিকে ঠেলে দিতেন৷ তার ক্ষমতায় থাকা মানুষের জন্য মহাবিপদ হয়ে দাঁড়ায়৷

একদিন রাজার পুলিশ প্রধান বুযুর্গকে বললেন “হে আলিম ! আপনি একটি ছাগল- যার গোশত খাওয়া আপনার জন্য হালাল যবাহ্ করে আমাকে দিন৷ আমি স্বতন্ত্রভাবে সেটি আপনার জন্য প্রস্তুত করব৷ রাজা যখন শুকরের গোশত আনতে বলবেন, তখন আমার নির্দেশে সে ছাগলের গোশত এনে আপনার সম্মুখে রাখা হবে৷ আপনি তার থেকে হালাল গোশত ভক্ষণ করবেন আর রাজা দেখবেন, আপনি ও জনগণ শুকরের গোশত ভক্ষণ করছেন৷”

কথা অনুযায়ী উক্ত আলিম একটি ছাগলছানা যবাহ্ করে পুলিশ প্রধানকে দিয়ে দেন৷ পুলিশ প্রধান তার জন্য সেটা প্রস্তুত করেন এবং বাবুর্চিদেরকে নির্দেশ দেন, “রাজা যখন এই আলিমকে শুকরের গোস্ত খাওয়ার আদেশ করবেন, তখন তোমরা এই ছাগলের গোশতগুলো তার সম্মুখে নিয়ে উপস্থিত করবে৷”

এই আলিম শুকরের গোশত ভক্ষণ করেন কিনা দেখার জন্য জনতা সমবেত হলো৷ তারা বলল, তিনি যদি ভক্ষণ করেন, তাহলে আমরাও ভক্ষণ করব৷ আর যদি তিনি বিরত থাকেন, আমরাও বিরত থাকর৷

রাজা আসলেন৷ তাদের জন্য শুকরের গোশত আনতে বললেন৷ জনতার সামনে শুকরের গোশত রাখা হলো৷ উক্ত আলিমের সামনে রাখা হলো যবাহ্ করে রান্না করা সেই ছাগলের গোশত৷ মহান আল্লাহ্ আলিমকে ইলহাম করলেন৷ তিনি বললেন, আমি না হয় সেই ছাগলের গোশত থেলাম, যার হালাল হওয়া আমার জানা৷ কিত্তু যারা জানে না, তাদেরকে আমি কী করব? মানুষ তো আমাকে অনুসরণ করার জন্য আমার খাওয়ার অপেক্ষা করবে৷ অথচ তারা এটাই জানবে যে, আমি শুকরের গোশতই থােয়ছি৷ ফলে আমার অনুসরণে তারাও (শুকরের গোশত) ভক্ষণ করবে৷ ফলে কিয়ামতের দিন আমিও তাদেরই অন্তর্ভুক্ত হব, যারা তাদের পাপের বোঝা বহন করবে৷ আল্লাহ্র শপথ! আমি তা করব না, যদিও আমাকে হত্যা করা হয়, যদিও আমাকে আগুনে ভস্ম করা হয়৷

তিনি খেতে অস্বীকৃতি জানান এরপর রাজা তাকে খাওয়ার আদেশ করেন৷ কিন্তু তিনি অস্বীকার করেন৷ তারা তাকে পীড়াপীড়ি করল৷ তারপরও তিনি অস্বীকার করলেন৷ ফলে রাজা পুলিশ প্রধানকে তাকে হত্যা করার নির্দেশ দেন৷

হত্যার পুর্বে পুলিশ প্রধান তাকে জিজ্ঞাসা করলেন, আপনি নিজে যবাহ্ করে যে গোশত আমাকে দিলেন, তা খেতে আপনাকে কে বারণ করল ? আপনি কি ভেবেছেন, আমি আপনাকে সেই গোশত না দিয়ে অন্য গোশত দিয়েছি ? আল্লাহর শপথ ! আমি তা করিনি৷ জবাবে আলিম তাকে বললেন, আমি জানি, এই গোশত সেই গোশত-ই৷ কিস্তু আমার আশংকা মানুষ আমাকে অনুসরণ করবে৷ তারা আমার খাওয়ার অপেক্ষা করছে৷ তারা বুঝবে, আমি শুকরের গোশত-ই' ভক্ষণ করেছি৷ ভবিষ্যতেও মানুষ বলবে অমুক শুকরের গোশত খেয়েছে৷ এভাবে আমি তাদের জন্য বিভ্রান্ত হওয়ার কারণ হব৷

তারপর তাকে হত্যা করা হলো৷ মহান আল্লাহ তাকে রহম করুন৷

- বিদায়া।