(আরবী প্রেকটিস করার জন্য অনুবাদ করা)
হাফিজ আবু মুসা বিন বাশকুয়াল এবং আবুল গনী বিন সায়িদ বর্ননা করেছেন তাদের সনদ সহকারে যে
আবি বকর বিন মুহাম্মদ বিন উমর বিন মুজাহিদ, উনি শিবলির সাথে দেখা হবার পর উনাকে মুআনেকা করলেন এবং দুই চোখের মাঝে চুমু খেলেন।
আমি বললাম “হে আমার সংগী, আপনি যা করলেন আমি দেখলাম, অথচ বাগদাদের সবাই শিবলিকে পাগল হিসাবে দেখে?”
উনি আমাকে বললেন, “আমি সেটাই করেছি যেটা রাসুলুল্লাহ ﷺ করেছেন। আমি রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্নে দেখেছি যে, শিবলী উনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলে, উনি ﷺ দাড়ালেন এবং শিবলির দুই চোখের মাঝে চুমু খেলেন।”
জিজ্ঞাসা করলো, “আপনি শিবলীর সাথে এ রকম করলেন!”
রাসুলুল্লাহ ﷺ জবাব দিলেন, “নামাজের পরে শিবলী পড়ে,
লাকাদ জায়াকুম রাসুলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিততুম
হারিথুন আলাইকুম বিল মু'মিনিনা রাউফুর রাহিম।
ফা ইন তাওয়াল্লাউ ফা কুল হাসবি আল্লাহু
লা ইলাহা ইল্লা হুয়া
ওয়া হুয়া রাব্বুল আরশিল আদিম। [সুরা তওবার শেষ দুই আয়াত]
এব এর পর আমার উপর সালাত পাঠায়।"
অন্য বর্ননায় আছে, “সে ফরজ নামাজ লাকাদ জায়াকুম রাসুলুম মিন… পড়া ছাড়া পড়ে না। এবং এর পর তিন বার বলেন
সল্লাল্লাহু আলাইকা ইয়া সাইয়িদিনা মুহাম্মাদ।”
এর পর শিবলি যখন আমার কামরায় ঢুকলো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, “তুমি নামাজে কি পড়?” উনি জবাব দিলেন ঐ রকম।
#HabibTranslation